RAB কে নিয়ে নতুন ফরমালিন দিচ্ছে সরকার......???

লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ০৪ জুন, ২০১৪, ০৮:৫৮:০৮ রাত

RAB কে টিকিয়ে রাখতে তৈরী হচ্ছে এই সরকারের নতুন ফরমালিন যুক্ত রাজনৈতিক কাঁলচার......???

"তুমি হেকিম হইয়া হুকুম করো.....,সর্প হইয়া দংশঁন করো ওঝাঁ হইয়া ঝাঁড়ো"

ঠিক....যখনেই ফাঁস,ঠিক তখনেই জনগণকে বাঁশ....?

লিমনের পঙ্গুত্ব বরণের হৈ হুল্লা উঠে এসেছিল সেই আগে,তখন সাধারণ জনগণ মুখ ফুটিয়ে কিছুই বলেনি।

ঠিক যখনেই আ'লীগ সরকারের আঙ্গুলের ইশারায় কাজ করে যাচ্ছে এই বাহিনী,তখনো জনগণ কিছু বুঝে উঠতে পারেনি এই অবুঝ জনগণ।

নারায়নগঞ্জের সেই ৭ টি লাশের হত্যাকারী যখন RAB এর প্রকাশ্যে নাম উঠে এলো,উঠে এলো RAB কে বিলুপ্ত করার কথা ঠিক তখনেই সরকারের পক্ষ থেকে ফরমালিন দিতে শুরু করলো।

-গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে গোলা-বাঁরুদ,রিভালবার,গান পাউডার,রকেট গান,রকেট বোমা সহ নানা কিছু উদ্ধার করেছে RAB ।

ঘন্টায় ঘন্টায় প্রেস ব্রিফিং দিচ্ছে RAB ।তাহা ক্যাবল মিডিয়াগুলিতে সরাসরি সম্প্রসার করা হচ্ছে।

RAB এইটা করতেছে ঐটা করতেছে,তাহলে কোনটা করতেছে না,জাতির কাছে এটা জানার প্রয়োজন আছে।

এতদিন পর এ সব করার কারণ কি,সেটাও আধৈউ জানেনা এই জনগণ টুকু।

-তবে সরিষাঁর দাঁনার মধ্যে যদি ভূঁত থাকে,তাহলে ভূঁত তারাবে কে.....???

#সাইদুর

বিষয়: বিবিধ

৯২৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230682
০৪ জুন ২০১৪ রাত ১০:৫২
হতভাগা লিখেছেন : আজকের খবরের কাগজগুলোতে বেশ কিছু খবর একটা থিম নিয়ে এসেছে :

১.র‍্যাব কর্তৃক হবিগন্জের গহীন জঙ্গল থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার । এগুলো নাকি ত্রিপুরার জন্য আনা হয়েছিল ।

২. জিয়া পরিবারের মিলনমেলা হচ্ছে সিঙ্গাপুরে

৩. গভীর ষড়যন্ত্র হচ্ছে - শেখ হাসিনা


১. হবিগন্জে যে গহীন বন আছে সেটা এই প্রথম জানলাম । আর এই গহীন জঙ্গল হতে অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব ।

র‍্যাবকে কেন এত গহীন জঙ্গলে যেতে হবে ? সেনাবাহিনী , বিজিবি বা পুলিশ কি করছিল ? এসব উদ্ধার করা কি র‍্যাবের কাজ ?

কারন , ইদানিং র‍্যাবের রিপুটেশন যে অনেক নেমে গেছে তা আবার ফিরিয়ে আনতে এই কাহিনী ফাঁদা হয়েছে ।কাহিনী ফাঁদা র‍্যাবের পুরনো অভ্যাস ।


অস্ত্রগুলো এসেছিল ত্রিপুরার জন্য । মানে , বৈরি মোদিকে অনূকুলে আনতে বিদ্রোহ দমনের নাটক বানানো হয়েছে ।



২ ও ৩ . সিঙ্গাপুরে তারেক আসছে , জিয়া পরিবারের মিলন মেলা হচ্ছে সেখানে । এটাকে অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে মিশিয়ে গভীর ষড়যন্ত্রের একটা কাহিনী ফাঁদা হচ্ছে ।


আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী দিক হল - এদের কোন নেতা যখন একটা কথা বলে , তখন সবাই তার সাথে সুর মেলায় । এমন কি পিএমও। আর তাদের সাথে ইলেক্ট্রনিক ও প্রিন্টিং মিডিয়াও একই ভাবে সাড়া দেয় ।
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১২
243100
shaidur rahman siddik লিখেছেন : হুম
230694
০৪ জুন ২০১৪ রাত ১১:০৩
সন্ধাতারা লিখেছেন : অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ে লিখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলো
230731
০৪ জুন ২০১৪ রাত ১১:৪৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : নো সমস্যা। ভুলতো আমরাই করি, র্যাবের দোষ দিয়ে লাভ কী?
231175
০৫ জুন ২০১৪ রাত ১১:৩৮
shaidur rahman siddik লিখেছেন : ধন্যবাদ সবাই কে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File